সংঘবদ্ধ ছিনতাই দলের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১
১৫ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় র্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ রাসেল মিয়া (২৭), পিতা-মোঃ আলমগীর হোসেন, মাতা- মোসাঃ রোমেলা বেগম, সাং-হোসেনপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা-সাং-চেরাগ আলী, তিস্তা গেইট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২) মোঃ শাকিল (২০), পিতা-মোঃ বাবুল, মাতা-মোসাঃ শেফালি বেগম, সাং-আমিরগঞ্জ, থানা-রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমান ঠিকানা-সাং-চেরাগ আলী, তিস্তা গেইট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৩) মোঃ নাঈম (২০), পিতা-মৃত বিষু মিয়া, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-মরকুন পশ্চিমপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর এবং ৪) মোঃ মেহেদী হাসান(২০), পিতা-মোঃ আলম হোসেন, মাতা-মোসা-শাহানারা বেগম, সাং-সেলমেসপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা-সাং-নোয়াগাঁও, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি ষ্টিলের ব্লেড, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১ টি চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
