শিরোনাম

South east bank ad

সংঘবদ্ধ ছিনতাই দলের ০৪ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১

 প্রকাশ: ১৭ নভেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

১৫ নভেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ২২৩০ ঘটিকায় র‌্যাব-১ এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর মহানগরীর টঙ্গী পূর্ব থানাধীন টঙ্গী নতুন বাজার এলাকায় অভিযান পরিচালনা করে ছিনতাই চক্রের সক্রিয় সদস্য ১) মোঃ রাসেল মিয়া (২৭), পিতা-মোঃ আলমগীর হোসেন, মাতা- মোসাঃ রোমেলা বেগম, সাং-হোসেনপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, বর্তমান ঠিকানা-সাং-চেরাগ আলী, তিস্তা গেইট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ২) মোঃ শাকিল (২০), পিতা-মোঃ বাবুল, মাতা-মোসাঃ শেফালি বেগম, সাং-আমিরগঞ্জ, থানা-রায়পুর, জেলা-নরসিংদী, বর্তমান ঠিকানা-সাং-চেরাগ আলী, তিস্তা গেইট, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর, ৩) মোঃ নাঈম (২০), পিতা-মৃত বিষু মিয়া, মাতা-মোসাঃ নাছিমা বেগম, সাং-মরকুন পশ্চিমপাড়া, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর এবং ৪) মোঃ মেহেদী হাসান(২০), পিতা-মোঃ আলম হোসেন, মাতা-মোসা-শাহানারা বেগম, সাং-সেলমেসপুর, থানা-জামালগঞ্জ, জেলা-সুনামগঞ্জ, বর্তমান ঠিকানা-সাং-নোয়াগাঁও, থানা-টঙ্গী পূর্ব, জিএমপি, গাজীপুর’দেরকে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ০১ টি ষ্টিলের ব্লেড, ০১টি সুইচ গিয়ার চাকু, ০১ টি চাকু, ০২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: