১৪৪ ক্যান বিয়ারসহ ০৪ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ০৬/১১/২০২০ তারিখ ১৩.৩৫ ঘটিকার সময় গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জমির উদ্দিন আহমেদ এবং সহকারী পুলিশ সুপার মোঃ রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে ঢাকা মহানগরীর দারুসসালাম থানাধীন কল্যাণপুর এলাকায় অভিযান পরিচালনা করে ১৪৪ ক্যান বিয়ার, ০৪ টি মোবাইল এবং মাদক বিক্রয়ের নগদ ২,৫৩০/- টাকাসহ মাদক ব্যবসায়ী ১। মো সারোয়ার জমাদ্দার (৪৭), জেলা-পটুয়াখালী, ২। মোঃ আমির (২০), জেলা- বরগুনা, ৩। মোঃ সোহেল (২৪), জেলা-বরিশাল এবং ৪। মোঃ নাদীম (১৯), জেলা-বরিশাল’দের গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবত লোকচক্ষুর আড়ালে অভিনব কৌশলে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য বিয়ার সংগ্রহ করে সিএনজি পরিবহনের মাধ্যমে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলার ও খুচরা বিক্রয়কারীদের নিকট বিক্রয় করে আসছিলো।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
