সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় অবমাননাকর প্রচারণা চালানোর দায়ে ইসরাত জাহান (১৯)'কে গ্রেফতার করেছে র্যাব-৪
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিককালে ধর্মীয় উস্কানিমূলক লেখা, পোস্ট ও ব্যাঙ্গচিত্র বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করে দেশের আইন-শৃঙ্খলা অবনতি করার নিমিত্তে একটি সংঘবদ্ধ গোষ্ঠী কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক সাইবার অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় ০৫ নভেম্বর ২০২০ রাত ২০.০০ ঘটিকায় র্যাব-৪ এর একটি আভিযানিক দল দারুসসালাম থানাধীন এলাকা হতে ধর্মীয় উস্কানিমূলক কুৎসা রটানোর দায়ে ইসরাত জাহান রেইলি (১৯) কে গ্রেফতার করতে সক্ষম হয়। মূলত সে নিজ নামে ০৭ টি ফেইসবুক আইডি, ০২ টি ব্যক্তিগত ব্লগভিত্তিক ফেইসবুক পেইজ এবং টুইটার আইডি হতে দীর্ঘদিন ধরে ধর্মীয় উস্কানিমূলক ও বিদ্বেষী পোস্ট করে আসছে। তার একাধিক ফেইসবুক আইডি নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পরেও সে নতুন আইডি খোলে ধর্মীয় উস্কানিমূলক প্রচারণার চেষ্টা চালিয়ে আসছিলো। উস্কানিমূলক বিভিন্ন কুরুচিপূর্ণ ব্যাঙ্গচিত্র, বক্তব্য ও ধর্ম বিদ্বেষী ডিজিটাল কন্টেন্টের স্ক্রিনশট জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামী উক্ত অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এইরুপ উস্কানিমূলক সাইবার অপরাধীর বিরুদ্ধে র্যাব-৪ এর জোরালো অভিযান অব্যাহত থাকবে।


