অবৈধ ভাবে সীসা তৈরীর অভিযোগে একটি প্রতিষ্ঠানকে অর্থদন্ড করেছে র্যাব-১ এর ভ্রাম্যমান আদালত
২৮ অক্টোবর ২০২০ ইং তারিখ আনুমানিক ১৪০০ ঘটিকা হতে ২১০০ ঘটিকা পর্যন্ত র্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় অবৈধভাবে সীসা তৈরী ও বাজারজাত করার দায়ে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করেন। এ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট, টঙ্গী রাজস্ব সার্কেল জনাব সাব্বির আহম্মেদ এর উপস্থিতিতে পরিচালিত ভ্রাম্যমান আদালত কর্তৃক গাজীপুর মহানগরীর কাশিমপুর থানা এলাকায় ঝংশিয়ান রিজেনারেশান রিসোর্সেস লিঃ এ অবৈধ ভাবে সীসা তৈরী এবং বাজারজাত করার অপরাধে ১৯৯৫ সালের বাংলাদেশ পরিবেশ সংরক্ষন আইন-এর ৬ (গ) ধারা মোতাবেক ১,৫০,০০০/- টাকা জরিমানা করা হয়।
