রাজধানীর মহাখালী হতে অনলাইন প্রতারক ব্যবসায়ী চক্রের ০১ জনকে গ্রেফতার করেছে র্যাব-৪
এলিট ফোর্স হিসেবে র্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিক এর নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃঙ্খলা রক্ষার কাজ করে আসছে। ডিজিটাল বাংলাদেশে অনলাইন শপিং এর জনপ্রিয়তা এবং কোভিড-১৯ পরিস্থিতিতে সামাজিক দুরত্বের বিষয়টি বিবেচনায় রেখে নিত্য প্রয়োজনীয় পণ্যের পাশাপাশি ইলেকট্রনিকস পণ্য কেনাকাটায় নির্ভরতার সুযোগে সাম্প্রতিককালে ফেইজবুকে অনলাইনে অভিনব কৌশল ব্যবহার ও বিভিন্ন প্রতারণার মাধ্যমে সাধারন জনগণের কাছ থেকে লক্ষ-লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর নব্য ডিজিটাল প্রতারক চক্র। অনলাইন ভিত্তিক এ সকল ডিজিটাল অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় ২৬ অক্টোবর ২০২০ তারিখ ১৮.০০ ঘটিকার সময় সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর মহাখালী বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে ০১ টি মনিটর, ০১ টি সিপিইউ, ০১ টি কিবোর্ড, ০১ টি মাউস, ২৭ টি স্মার্টফোন বিক্রয়ের শুন্য ভাউচার, ৩১ টি মোবাইলের খালি বক্স, ৩১ টি ব্যক্তিগত টাকা জমার রশিদ, ০৪ টি মোবাইল এবং ২২ টি সীমকার্ডসহ অনলাইন প্রতারক মোঃ মানিক হোসেন (২৬), জেলা কুষ্টিয়া’কে গ্রেফতার করতে সমর্থ হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত গ্রেফতারকৃত ব্যক্তি "Boom mobiles" নামক একটি ফেইজবুক পেইজের মাধ্যমে বাজার মূল্যের চেয়েও অনেক কমমূল্যে বিভিন্ন "android/iOs" স্মার্টফোন বিক্রয়ের জন্য আকর্ষনীয় বিজ্ঞাপন দিয়ে আসছিলো। গ্রাহকদের কাছ থেকে বিকাশে পণ্যের অর্ডার নিশ্চিতের পর অভিযুক্ত ব্যক্তি স্বনামধন্য কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পণ্য পাঠাত। কিন্ত প্রতিশ্রুতি অনুযায়ী স্মার্টফোন দেওয়ার পরিবর্তে কখনো সাধারণ ফিচার ফোন আবার কখনো শুধুমাত্র চার্জার সরবরাহ করা হতো। গ্রাহকেরা নির্ধারিত চার্জ দিয়ে পণ্যটি গ্রহণ করার আগেই প্রতারক চক্রটি সে টাকা উঠিয়ে নিতো। জিজ্ঞাসাবাদে আরো জানা যায় যে, সে এখন পর্যন্ত ৪০০ জনের অধিক গ্রাহককে প্রতারিত করেছে।
অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু অনলাইন ভিত্তিক ডিজিটাল প্রতারক চক্রের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রতারণা ও ডিজিটাল সিকিউরিটি আইনে মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।

