শিরোনাম

South east bank ad

হিজবুত তাহরীরের ১ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স র‌্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র‌্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।

এরই ধারাবাহিকতায় ১৯/১০/২০২০ ইং তারিখ সকাল ০৮.০০ ঘটিকায় র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় অভিযান পরিচালনা করে নিষিদ্ধ ঘোষিত ‘হিযবুত তাহরীর’ এর নিম্নোক্ত ০১ সক্রিয় সদস্য’কে গ্রেফতার করতে সমর্থ হয়।

(ক) হেদায়েত হোসেন (৫৩), জেলা-ঢাকা।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত হেদায়েত হোসেন (৫৩) লন্ডনে থাকা অবস্থায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর প্রত্যক্ষ সংস্পর্শে আসেন এবং পরবর্তীতে Zoom meeting ও Facebook প্রভৃতি সামাজিক মাধ্যম ব্যবহার করে নিষিদ্ধ সংগঠনটির মতবাদ প্রচার করতে শুরু করেন। গ্রেফতারকৃত আসামীর নিকট হতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘হিযবুত তাহরীর’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী ও দেশবিরোধী সম্পর্কিত লিফলেট,বই এবং মোবাইল ফোনসহ অনলাইন সম্মেলন ম্যানুয়াল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: