শিরোনাম

South east bank ad

শিশু ও নারী উদ্ধারসহ ০৩ সক্রিয় শিশু ও নারী পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০৮ অক্টোবর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি শিশু ও নারী পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট।

এরই ধারাবাহিকতায় ০৭/১০/২০২০ তারিখ সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু নারী ও শিশু পাচারকারী পূর্ব পরিকল্পনামতে আর্থিকভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে ১১ বছরের শিশুসহ একজন নারীকে মোটা অংকের বেতনে চাকরি দেয়ার প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করার প্রস্তুতি নিচ্ছিলো এবং সে অভিযোগ গ্রহণের ৪ ঘন্টার মধ্যে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ০৭/১০/২০২০ তারিখ সন্ধ্যা ১৮.৫৫ ঘটিকায় সাভার মডেল থানাধীন আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে বিশেষ অভিযান পরিচালনা করে নাবালিকা শিশু ও একজন নারী উদ্ধারপূর্বক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য (১) মোঃ আক্তারুজ্জামান বশির (৪২) জেলা-পটুয়াখালী (২) মোঃ শহীদ মিয়া (৫১) জেলা-পটুয়াখালী এবং (৩) মোঃ মানিক বেপারী (৫৩) জেলা-লক্ষীপুর’দের গ্রেফতার করতে সমর্থ হয়।

গ্রেফতারকৃত আসামীদ্বয়কে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, রাজধানীর বিভিন্ন এলাকা হতে অসহায় গরীব ছোট বাচ্চাসহ নারীদের মোটা অংকের বেতনে চাকরি প্রদানের আশ্বাস দেখিয়ে ভারত ও বিভিন্ন দেশে নারী ও শিশু পাচার করে আসছিলো।

উক্ত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ নারী ও শিশু পাচারকারী অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: