পল্লবী ও যাত্রাবাড়ী এলাকায় পৃথক অভিযানে ৭০৪০ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল পৃথক দুটি অভিযানে গতকাল পল্লবী থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে ১৬৪০ পিস ইয়াবাসহ তিনজন মাদক ব্যবসায়ী ০১। মোঃ কোরবান আলী(২১), জেলা- ঢাকা ২। মোঃ মেহেদী হাসান লাভলু(৩০), জেলা-লক্ষীপুর এবং ৩। মোঃ সাইদুর রহমান জয়(২১), জেলা- নারায়নগঞ্জদের’কে গ্রেফতার করা হয় এবং পৃথক আরেকটি অভিযানে ০৭/১০/২০২০ তারিখ সকাল ০৯.৩০ ঘটিকায় দনিয়া বিশ্ববিদ্যালয় কলেজের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর অভিযান পরিচালনা করে মাদক কারবারি মোঃ নুরে আলম সজীব (২৭), জেলা-নোয়াখালী’কে ৫৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা সংগ্রহ করে বিশেষ কায়দায় রাজধানীর বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে আসছিলো। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উক্ত গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।