মাজার রোড এলাকা হতে আনসার আল ইসলাম এর ১ সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-৪
এলিট ফোর্স র্যাব তার সৃষ্টির সূচনালগ্ন থেকেই জঙ্গি ও সন্ত্রাসবাদ এর বিরুদ্ধে আপোষহীন অবস্থানে থেকে নিরলস ভাবে কাজ করে আসছে। সাম্প্রতিক সময়ে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল ইসলাম’ এর কর্মপরিকল্পনা ও অপতৎপরতা সম্পর্কে গোয়েন্দা সূত্রে জানতে পেরে র্যাব তার গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই ধারাবাহিকতায় গত ২৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ রাত ২২.৪৫ ঘটিকায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন মাজার রোড এলাকায় অভিযান পরিচালনা করে ‘আনসার আল-ইসলাম’ এর নিম্নোক্ত ০১ সক্রিয় সদস্য গ্রেফতার করতে সমর্থ হয়।।
মোঃ নিবিড় হাসান @ আব্দুর রহিম (১৯) প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নিবিড় হাসান নিষিদ্ধ ঘোষিত সংগঠন ‘আনসার আল-ইসলাম’ এর সক্রিয় সদস্য বলে স্বীকারোক্তি দেয়। তার কাছ হতে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন ধরনের উগ্রবাদী সম্পর্কিত বই, লিফলেট ও মোবাইল ফোন উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, সে তিন বছর যাবৎ ‘আনসার আল-ইসলাম’ এর সাথে জড়িত এবং একটি ম্যাসেঞ্জার আইডির এডমিন হিসেবে বিভিন্ন উগ্রবাদী পোস্ট লেখা ও ভিডিও আপলোড করে উগ্রবাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। এছাড়া ০২টি ফেসবুক আইডি হতে বিভিন্ন ধরনের উগ্রবাদী পোস্ট লিখা ও ভিডিও আপলোড করে ‘আনসার আল-ইসলাম’ এর বিভিন্ন জঙ্গি কার্যক্রমে উদ্বুদ্ধ ও সংঘবদ্ধ করে আসছিলো।
গ্রেফতারকৃত মোঃ নিবিড় হাসান এর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
