র্যাব-৪ এর অভিযানে আশুলিয়া হতে ৬৮টি মোবাইলসহ চোর ও ছিনতাইকারী সিন্ডিকেটের ৪ সদস্য গ্রেফতার
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন,র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। খুন,ডাকাতি, দস্যুতা,ধর্ষণ,অপহরণ,চাদাবাজী,অবৈধ অস্ত্র উদ্ধার ও সন্ত্রাসী গ্রেফতার এবং জঙ্গীবাদের মতো ঘৃণ্যতম অপরাধ নির্মূল ও সেগুলোর রহস্য উদঘাটনের পাশাপাশি চোরাই কারবারি বন্ধের লক্ষ্যে অসাধু চোর ও ছিনতাই চক্র গ্রেফতার ও তাদের আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব সদা সচেষ্ট।
এরই ধারাবাহিকতায় গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, কিছু অসাধু চোর/মোবাইল ছিনতাইকারী চক্রের সদস্য সাধারণ জনগণের কাছ থেকে মোবাইল,টাকা-পয়সা চুরি করে বিক্রয়ের উদ্দেশ্যে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দীন আহমেদ এর নেতৃত্বে সিপিসি-২,র্যাব-৪ এর একটি আভিযানিক দল গতকাল রাতে আশুলিয়া থানাধীন জামগড়া এলাকায় অভিযান পরিচালনা করে (১) মোঃ আবুল কালাম (৪৯); জেলা-গোপালগঞ্জ, (২) মোঃ মহসিন আলী (৫০); জেলা- নাটোর, (৩) মোঃ সোহেল রানা (২৪); জেলা-ভোলা, (৪) মোঃ সুজন (২৬); জেলা-বরগুনা'দেরকে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃতদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের ৬৮ টি চোরাই/লুন্ঠিত মোবাইল ফোন উদ্ধার করা হয় যার মধ্যে ৩৩টি স্মার্ট এন্ড্রয়েড ফোন ও ৩৫টি ফিচার/বাটন ফোন ছিলো।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা আশুলিয়া,সাভার,আমিনবাজার,গাবতলীসহ বিভিন্ন স্থান হতে পথচারীদের মোবাইল ছিনতাই/চুরি করে একত্রে অত্র এলাকায় উক্ত চোরাই/লুন্ঠিত মোবাইলগুলো বিক্রয়ের চেষ্টা করছিলো।
