৩.৬৯০ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি উদ্ধারসহ ০১ জন চোরাকারবারী’কে গ্রেফতার করেছে র্যাব-৭
১৬ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ১৫৪০ ঘটিকায় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানাধীন স্টেশন রোড এলাকায় অভিযান পরিচালনা করলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে আসামী মোঃ মফিজ (২৮) কে আটক করে। পরবর্তীতে উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত আসামীকে তল্লাশী করে নিজ হেফাজতে থাকা ৩.৬৯০ কেজি ওজনের পুরাকীর্তি কষ্টি পাথরের একটি মূর্তি উদ্ধারসহ আসামী’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত আলামত সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।
