কল্যানপুর এলাকা হতে ১১৯ ক্যান বিয়ারসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাব সদা তৎপর।
এরই ধারাবাহিকতায় গত ১৫ সেপ্টেম্বর ২০২০ তারিখ সন্ধা ১৯.২০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার মোঃ রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা মহানগরীর দারুস সালাম থানাধীন কল্যানপুরস্থ হানিফ কাউন্টার এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ১১৯ ক্যান বিয়ারসহ মাদক ব্যবসায়ী হোসেন মোহাম্মদ রাফিয়ান(২৩), জেলাঃ ঢাকা’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘ দিন যাবত বিভিন্ন এলাকা হতে বিয়ার সংগ্রহ করে অভিনব কৌশলে লোক চক্ষুর অন্তরালে টয়োটা গাড়ীর পিছনের ঢালার ভেতরে লুকানো অবস্থায় রাজধানীর বিভিন্ন এলাকায় ডিলারদের নিকট বিক্রয় করে আসছিল।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

