রাজধানীর দারুস সালাম হতে ৩০০ বোতল ফেন্সিডিলসহ ০২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা-পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় অদ্য ১৫/০৯/২০২০ ইং তারিখ ০৪:১০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন ০৪ নং দক্ষিন কল্যানপুর সিডিসি সোহরাব এনজিভিএস-০৭ ফিলিং স্টেশন (সোহরাব সার্ভিস ষ্টেশন) এর সামনে অভিযান পরিচালনা করে ৩০০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ আসামী (১) মোঃ আজিজিুর রাহমান (৩৪), জেলা- নোয়াখালী এবং (২) মোঃ ফয়েজ আহম্মেদ (৫০), জেলা- কুমিল্লাদ্বয়’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামীদ্বয় দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেন্সিডিল সংগ্রহ করে প্রাইভেট কারের মাধ্যমে ফেন্সিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো।উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতে এরূপ মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-৪ এর জোড়ালো সাড়াশি অভিযান অব্যাহত থাকবে।

