মেজর কাজী সাইফুদ্দিন আহমেদকে বিদায়ী সংবর্ধনা দিয়েছে র্যাব-৪
র্যাব-৪ এর অত্যন্ত চৌকস, কর্মঠ, সদালাপী ও বিনয়ী অফিসার মেজর কাজী সাইফুদ্দিন আহমেদ এর আজ বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়। গত ০২ বছর ১১ মাসের কর্মকালীন সময়ে মেজর সাইফ সন্ত্রাস দমন, জংগী গ্রেফতার, অস্ত্র উদ্ধার ও মাদক উদ্ধারসহ মাদক ব্যবসায়ী গ্রেফতারের মত অভিযান পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অধিনায়ক, র্যাব-৪ মেজর সাইফের এমন কৃর্তত্বপূর্ণ কাজের জন্য ধন্যবাদ জানান এবং র্যাব-৪ এর সকল সদস্যদের পক্ষ থেকে ক্রেস্ট, গ্রুপ স্থীরচিত্র ও সৌজন্য উপহার প্রদান করেন। উক্ত অনুষ্ঠানে মেজর সাইফ ও তার পরিবারের সকলের জন্য মংগল কামনা করা হয়।

