শিরোনাম

South east bank ad

র‌্যাব-১ এর বিশেষ অভিযানে গাজীপুর মহানগরীর কালিয়াকৈর হতে এক ভিকটিমকে উদ্ধার

 প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গত ০১ সেপ্টেম্বর ২০২০ তারিখ আনুমানিক ১৩.৩০ ঘটিকার সময় ভিকটিম এনামুল হক রাজধানীর মিরপুর এলাকা হতে অপহৃত হয়। তার পরিবার অনেক খোঁজাখুঁজি করে তাকে না পেয়ে গত ০২-০৯-২০২০ ইং তারিখ মিরপুর মডেল থানায় অপহৃত সংক্রান্ত একটি সাধারণ ডায়েরী করেন, যার নম্বর-১৭৭ তারিখ ০২/০৯/২০২০ ইং। অপহরণের পর অপহরণকারী মোবাইল ফোনে ভিকটিমের পরিবারের কাছে অপহরণের কথা জানায় এবং মুক্তিপণ হিসেবে ১৫ লক্ষ টাকা দাবি করে। অন্যথায় তাকে হত্যা করবে বলে জানায়। বিষয়টি গত ১১ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ ভিকটিমের পরিবার র‌্যাব-১, উত্তরা, ঢাকায় এসে অপহৃত ভিকটিমদের ফিরে পাওয়ার জন্য আইনগত সাহায্য কামনা করে। অপহরণের ঘটনাটি অবহিত হওয়া মাত্রই অপহৃত ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতারের লক্ষে র‌্যাব-১ দ্রুততার সাথে ছায়াতদন্ত শুরু করে এবং গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
এরই প্রেক্ষেতে গত ১২ সেপ্টেম্বর ২০২০ ইং তারিখ আনুমানিক ১৮৩০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর বাজার এলাকায় অপহরণকারী সদস্যরা ভিকটিমসহ অবস্থান করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে আভিযানিক দলটি গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুর বাজারস্থ আমান টেলিকম এর সামনে অভিযান পরিচালনা করে ভিকটিম ভিকটিম মোঃ এনামুল হক(৩৪), পিতা-মোঃ এমদাদুল হক, মাতা-সেলিনা হক, ঠিকানা-৪৮/১ ফ্ল্যাট নং-এ/৫, রোড নং-৫, কল্যাণপুর, থানা-মিরপুর মডেল থানা, ডিএমপি, ঢাকা’কে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে। অভিযান পরিচালনাকালে র্যা বের উপস্থিতি টের পেয়ে অপহরনকারীরা ভিকটিমকে ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে উদ্ধারকৃত ভিকটিমকে তার পরিবারের নিকট হসত্মানত্মর করা হয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: