শিরোনাম

South east bank ad

রাজধানীর দারুস সালাম এলাকা হতে এক সিরিয়াল রেপিস্টকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের নৃশংস ও ঘৃণ্যতম অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। বর্তমান সমাজে যৌন নিপীড়ন সামাজিক ব্যাধির মত ছড়িয়ে পড়েছে এবং এর থেকে রেহাই পাচ্ছে না অপ্রাপ্ত বয়স্ক মেয়েরাও। এমন ঘৃণ্য অপরাধ নির্মূলের জন্য র‌্যাবের প্রতিটি সদস্য প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নারী ও শিশুদের জন্য একটি নিরাপদ বাসযোগ্য সমাজ তথা দেশ বিনির্মাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় ১২/০৯/২০২০ ইং তারিখ রাত ০০:৩০ ঘটিকার সময় সুনির্দিষ্ট অভিযোগ ও গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর দারুস সালাম থানাধীন বাংলা কলেজের সামনে বিশেষ অভিযান পরিচালনা করে ক্রমিক ধর্ষক ( Serial Rapist) সৈয়দ মনির হোসাইন @ মশিউর @ মইনুল ইসলাম(৩৪), জেলা-বরগুনা’কে গ্রেফতার করা হয়।
ধর্ষনকারী সৈয়দ মনির হোসাইন @ মশিউর @ মইনুল ইসলাম(৩৪), সুকৌশলে ভিকটিমকে মোবাইল এর মাধ্যমে বিগত ৮ মাস যাবৎ ইমো, হোয়াটসঅ্যাপসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে ফুসলিয়ে আপত্তিকর ছবি সংগ্রহ করে এবং অবৈধ সম্পর্ক স্থাপনের পাশাপাশি টাকা না দিলে সে সব আপত্তিকর ছবি, অডিও, ভিডিও সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়ারও হুমকি দেয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত আসামী পেশায় স্যানিটারি মেকানিক এবং জিজ্ঞাসাবাদ ও তথ্য উপাত্ত থেকে জানা যায় সে একজন সিরিয়াল রেপিস্ট। এছাড়াও সে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশের বিভিন্ন জেলার স্কুল-কলেজ পড়ুয়া মেয়েদের মোবাইল নম্বর সংগ্রহ করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক স্থাপনের এক পর্যায়ে তাদের ঘনিষ্ঠ ও আপত্তিকর ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেয়ার হুমকি দেখিয়ে ধর্ষণ করে আসছিলো এবং এক পর্যায়ে ঐ সকল আপত্তিকর ছবি ডিলিট করার জন্য টাকা দাবি করে আসছিলো।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: