South east bank ad

৪০০ বোতল ফেনসিডিলসহ ০১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা-পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ ১০/০৯/২০২০ ইং তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানী ঢাকার দারুস সালাম থানাধীন গাবতলী হানিফ হোটেল এন্ড রেস্টুরেন্টের সামনে ঢাকা-আরিচা মহাসড়কের উপর অভিযান পরিচালনাকালে কাভার্ড ভ্যান এর ভিতরে অভিনব কৌশলে বহনকৃত ৪০০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আসামী মোঃ মামুন আলী @ মমিন (২০), জেলা-চাপাইনবাবগঞ্জ’কে গ্রেফতার করা হয়। WhatsApp Image 2020-09-10 at 9.11.13 PM (1) WhatsApp Image 2020-09-10 at 9.11.13 PM প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, উক্ত আসামী দীর্ঘ দিন যাবৎ সীমান্তবর্তী এলাকা হতে ফেনসিডিল সংগ্রহ করে বিশেষ ও অভিনব কৌশলে কাভার্ড ভ্যানের মাধ্যমে ফেনসিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে বিক্রয় করে আসছিলো। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: