শিরোনাম

South east bank ad

০৩ জন ভিকটিম উদ্ধারসহ ০১ সক্রিয় নারী পাচারকারীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি এসব নারী পাচারকারী চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার ০৮/০৯/২০২০ তারিখ সুনির্দিষ্ট গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় যে, একজন নারী পাচারকারী কয়েকজন নারীকে ভারতে পাচার করার উদ্দেশ্যে আমিনবাজার বাসস্ট্যান্ড এলাকায় অবস্থান করছে। উক্ত সংবাদের ভিত্তিতে সিনিয়ার সহকারী পুলিশ সুপার উনু এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল ০৮/০৯/২০২০ তারিখ রাত ০৩.১০ ঘটিকায় ঢাকা জেলার সাভার মডেল থানাধীন আমিন বাজার ফুট ওভার ব্রীজের নিচে অভিযান পরিচালনা করে ভিকটিম (১) মোছাঃ লিমা আক্তার (২২), (২) প্রিয়াংকা (২৯) এবং (৩) তাসলিমা আক্তার আন্নী (২৭), সর্ব সাং-কাউন্দিয়া, থানা-সাভার, জেলা-ঢাকাদের উদ্ধার পূর্বক নারী পাচারকারী চক্রের সক্রিয় সদস্য মোঃ সিরাজুল ইসলাম @ সিরাজ (৪২), জেলা-যশোর’কে গ্রেফতার করতে সমর্থ হয়। গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, দেশের বিভিন্ন এলাকা হতে অসহায় বেকার নারীদের বিদেশে ভালো বেতনের চাকুরী দেওয়ার প্রলোভন দেখিয়ে পাচার করে আসছিলো। উক্ত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। অদূর ভবিষ্যতেও এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: