রাজধানীর মিরপুর বেড়িবাঁধ এলাকা হতে অস্ত্র ও ইয়াবসহ ০৪ ছিনতাইকারীকে গ্রেফতার র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি অস্ত্র, ছিনতাই, ডাকাতি, মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় ০৮/০৯/২০২০ তারিখ রাত ০১.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল রাজধানীর শাহ্ আলী থানাধীন মিরপুর বেড়িবাঁধ দিয়াবাড়ি সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি পিস্তল এবং ১০০০ পিস ইয়াবাসহ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য (১) জুয়েল রানা (৩১), জেলা-লক্ষীপুর, (২) মোঃ আঃ মান্নান (৩০), জেলা-চট্টগাম, (৩) মোঃ মেহেদী হাসান (২৮), জেলা-গাজীপুর এবং (৪) মোঃ সোহেল রানা (২৮), জেলা-গাজীপুর গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, গ্রেফতারকৃত আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক অস্ত্র, খুন, ছিনতাই ও মাদক মামলা রয়েছে। আসামীরা অস্ত্রধারী হওয়ায় সাধারণ জনগণ তার বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস করত না। কেউ তাদের বিরুদ্ধে কোন অভিযোগ করলে অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখাত। আরো জানা যায় যে, আসামীরা অস্ত্র প্রদর্শন করে ভয়ভীতি দেখিয়ে সংঘবদ্ধভাবে দীর্ঘদিন ধরে রাজধানী ও গাজীপুরের বিভিন্ন এলাকায় ছিনতাই করে আসছিল। এছাড়া দেশের সীমান্তবর্তী এলাকাসমূহ হতে ইয়াবা সংগ্রহ করে শাহআলী, মিরপুর, উত্তরা, টঙ্গীসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রয় করে থাকে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

