সিরাজগঞ্জে র্যাব-১২ এর অভিযানে ধাতব মূর্তিসহ চার প্রতারক আটক
এক একটি কৃষ্ণ মূর্তি। দেখতে স্বর্ণের তৈরি বলেই মনে হয়। স্বর্ণমূর্তি হিসেবে গোপনে কেনাবেচাও চলে সেগুলো। তাও আবার অতি উচ্চ মূল্যে(প্রতিটি প্রায় সাত লাখ)। কিন্তু আদতে সেগুলো স্বর্ণের তৈরি নয়। অন্য কোনো নিম্ন মানের ধাতু দিয়ে তৈরি এসব মূর্তি। এসব বিক্রি করে ধোকা দেওয়া হয় ক্রেতাদের।
প্রতারক চক্রের সন্ধান পায় র্যাব-১২ এর গোয়েন্দা টিম। শুরু হয় অপারেশনাল কার্যক্রম। অবশেষে বৃহস্পতিবার (০৩ সেপ্টেম্বর, ২০২০) দুপুরে সিরাজগঞ্জের রায়গঞ্জ এলাকায় অভিযান চালায় র্যাব-১২ এর অপারেশন টিম। আটক করা হয় প্রতারক চক্রের চার সদস্যকে। উদ্ধার করা হয় একটি ধাতব মূর্তি (কথিত স্বর্ণ মূর্তি)।

