২৮,৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৭
গোপন সংবাদের ভিত্তিতে গত ৩১ আগস্ট ২০২০ ইং তারিখ ২১৫৫ ঘটিকার সময় র্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বন্দর থানাধীন নিমতলা বিশ্বরোড় এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করে গাড়ি তল্লাশি করে সন্দেহজনক দুই মোটর সাইকেল আরোহী ১। মোঃ শাহ্ আলম (৪৬), পিতা- মোহাম্মদ মিয়া, গ্রাম- আন্দগার মানিক (আবুল পাড়া) এবং ২। মোঃ সিরাজ মিয়া (৩৭), পিতা- মোঃ মদন মিয়া, গ্রাম- ধলিবিলা, উভয়ে থানা- লোহাগড়া, জেলা- চট্টগ্রাম’দেরকে আটক করে। মোটর সাইকেলটি তল্লাশী করে মোটর সাইকেলের তেলের ট্যাংকের ভিতর বিশেষ কায়দায় লুকানো অবস্থায় ২৮,৮০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ আসামীদের গ্রেফতার এবং উক্ত মোটর সাইকেলটি জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্য ০১ কোটি ৫০ লক্ষ টাকা এবং জব্দকৃত মোটর সাইকেলের আনুমানিক মূল্য ০২ লক্ষ টাকা।
গ্রেফতারকৃত আসামী এবং উদ্ধারকৃত মালামাল সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে চট্টগ্রাম মহানগরীর বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

