শিরোনাম

South east bank ad

আশুলিয়ায় ভুয়া চ্যানেলে সাংবাদিক প্রতিনিধি নিয়োগকারী প্রতারক চক্রের ০৮ সদস্য’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২১ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

এলিট ফোর্স হিসেবে র‌্যাব আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করার লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষায় কাজ করে আসছে। সাম্প্রতিক কালে প্রতারণার নতুন নতুন কৌশল ব্যবহার করে সাধারণ জনগনের কাছ থেকে প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এক শ্রেণীর প্রতারক চক্র। জঙ্গীবাদ, খুন, ধর্ষণ, নাশকতা এবং অন্যান্য অপরাধের পাশাপাশি সাম্প্রতিক এসব প্রতারক চক্রের সাথে সম্পৃক্ত অপরাধীদের গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার জন্য র‌্যাব সদা সচেষ্ট। এরই ধারাবাহিকতায় ২০/০৮/২০২০ তারিখ রাত ১৯:৫০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এর নেতৃত্বে র‌্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল ঢাকা জেলার আশুলিয়া থানার বিপরীত পার্শ্বে বিশ্বাস টাওয়ারের ৫ম তলায় শাহী ডিজিটাল গ্রুপের অফিসে বিশেষ অভিযান পরিচালনা করে এস.ডি ফাউন্ডেশন প্রতিষ্ঠানে ভুয়া চাকুরীদাতা প্রতারক চক্রের ৮সদস্যকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতরা হলেন- ১। মোঃ রমজান আলী রাজু(৪৯) ২। মোঃ ইউনুছ আলী(৫১) ৩। কাজী শিলন(৩৫) ৪। মোঃ আশরাফুল আলম(৫২) ৫। মোঃ আলামীন হোসেন(২২) ৬। মোঃ রফিকুল ইসলাম(৫০) ৭। মোঃ সোহাগ কবির(২২) এবং ৮। এবি এম মাহবুবুর রহমান(৫০) সর্বজেলা-ঢাকা। উক্ত ঘটনাস্থল হতে গ্রেফতারকৃতদের কাছ থেকে ভুয়া প্রতিষ্ঠানের ৮টি সাদা রংয়ের টি শার্ট, ১টি ডিজিটাল ব্যানার, ২৫ পাতার এস.ডি সিকিউরিটি এর জরুরী নিয়োগ বিজ্ঞপ্তি,২টি ওয়াকিটকি,১৫টি কার্ড ঝুলানোর ফিতাসহ Shahi Digital Group, SD Security Ltd, SD Outsourcing Ltd, SD Foundation ও SD tv লিখা সংবলিত ১টি কার্ড ও বক্স উদ্ধার করা হয়। WhatsApp Image 2020-08-21 at 2.49.41 PM (1) WhatsApp Image 2020-08-21 at 2.49.41 PM WhatsApp Image 2020-08-21 at 2.49.42 PM উক্ত গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, প্রতারক চক্রটি শুধুমাত্র ফেসবুক আইডির মাধ্যমে "এসডি টিভি" নামে সরকারী নিবন্ধন বা নিজস্ব ওয়েবসাইটবিহীন ভুয়া চ্যানেল ও "দৈনিক জয় সংবাদ" নামে ভুয়া পত্রিকার জেলা সাংবাদিক প্রতিনিধি নিয়োগের কথা বলে শিক্ষিত বেকার ও নিরীহ যুবক ভুক্তভোগীদের কাছ থেকে সবমিলিয়ে মোটা অংকের টাকা আত্মসাৎ করে আসছে। WhatsApp Image 2020-08-21 at 2.49.42 PM (2) প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামীরা এসব অভিযোগের সত্যতা স্বীকার করেছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে। অদূর ভবিষ্যতে এইরুপ অসাধু চক্রের বিরুদ্ধে র‌্যাব-৪ এর জোড়ালো সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: