সিনহা রাশেদ হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্ত কর্মকর্তা: আশিক বিল্লাহ
অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ হত্যার পরিষ্কার তথ্যচিত্র পেয়েছেন তদন্ত কর্মকর্তা। বুধবার (১৯ আগস্ট) রাতে সংবাদ সম্মেলনে এ কথা জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল আশিক বিল্লাহ।
শিপ্রা-সিফাতের জব্দ করা ২৯টি ডিভাইস তদন্ত কর্মকর্তা কাল রামু থেকে সংগ্রহ করবেন বলেও জানান আশিক বিল্লাহ।
গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান। সিনহার বোন শারমিন শাহরিয়া ফেরদৌস গত ৫ অগাস্ট কক্সবাজারের হাকিম আদালতে হত্যা মামলা দায়ের করেন, সেখানে টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ ও বাহারছড়া তদন্ত কেন্দ্রের পরিদর্শক লিয়াকতসহ নয়জনকে আসামি করা হয়।