মেয়াদ উর্ত্তীণ উপাদান দ্বারা খাদ্যদ্রব্য তৈরী করায় উৎপাদনকারী প্রতিষ্ঠানকে ৫ লক্ষ টাকা জরিমানা করেছে র্যাব-৪ এর ভ্রাম্যমান আদালত
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। পাশাপাশি খাবারে ভেজাল মুক্তকরন অভিযান ও অনুমতি বিহীন বিভিন্ন কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আনিসুর রহমান এর নেতৃত্বে ১৬/০৮/২০২০ ইং তারিখ দুপুর ১২.০০ ঘটিকা হতে ১৪.১৫ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার ধামরাই থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পলিচালনা করে হাবিব বেকারীর মালিক মোঃ শফিকুল ইসলাম’কে মেয়াদ উর্ত্তীণ উপাদান দ্বারা খাদ্যপন্য তৈরি করার অপরাধে খাদ্য ও নিরাপত্তা আইন ২০১৩ এর ৩৩ ধারা মোতাবেক প্রতিষ্ঠানটিকে ৫ লক্ষ টাকা অর্থদন্ড প্রদান করা হয়।
অদূর ভবিষ্যতে জনস্বাস্থ্য ও ভেজাল খাদ্যপণ্য উৎপাদনকারীদের বিরুদ্ধে র্যাব-৪ এর সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে।

