৩৩৩ বোতল ফেন্সিডিলসহ ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব-৪ এলিট ফোর্স হিসেবে আত্ম-প্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা-পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুন সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় গত ১৫/০৮/২০২০ ইং তারিখ ভোর ০৫.৫৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৪ এর একটি আভিযানিক দল মেজর মোঃ রকিবুল হাসান এবং এএসপি রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে ঢাকা জেলার সাভার মডেল থানাধীন সাভার বাসষ্ট্যান্ডস্থ আরএস টাওয়ার এর সামনে চেকপোষ্ট বসিয়ে হাই- ট্রাভেলস্ বাসে অভিযান পরিচালনা করে বাসের বাম পাশের বাহিরের অংশের পিছনের বক্সে অভিনব পদ্ধতিতে কৌশলে বহনকৃত ০২ টি ক্যারেটে সর্বমোট ৩৩৩ বোতল ফেন্সিডিল উদ্ধারসহ মাদক ব্যবসায়ী (১) মোঃ সোহেল রানা (৩২), জেলা- দিনাজপুর এবং (২) মোঃ মাসুদ মোল্লা (৩০), জেলা-দিনাজপুর’কে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদ্বয় পরষ্পর যোগসাজসে দীর্ঘ দিন যাবৎ অভিনব পদ্ধতিতে বিভিন্ন পরিবহনে অভিনব কৌশলে মাদকদ্রব্য (ফেন্সিডিল) বহন করে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছে।
উপরোক্ত বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
