শিরোনাম

South east bank ad

কদমতলী থেকে জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-১১ এর সদস্যরা

 প্রকাশ: ১৩ অগাস্ট ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঢাকার কদমতলী থেকে মাওলানা সালমান মোহাম্মদ (৩২) ওরফে মো. সালমান নামে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির এক এহসার সদস্যকে গ্রেফতার করেছে নারায়ণগঞ্জে অবস্থিত র‌্যাব-১১ এর সদস্যরা। বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১’র অধিনায়ক (সিও) লে. কর্নেল খন্দকার সাইফুল আলম জানাস, গ্রেফতারকৃত সালামান মোহাম্মদ সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলার এজাহারভূক্ত পলাতক আসামি। এ সময় তার কাছ থেকে একটি ল্যাপটপ, ১টি সিপিইউ, ১টি প্রিন্টার, ১টি মোবাইল ফোন, বিপুল পরিমাণ উগ্রবাদী বই ও লিফলেট জব্দ করা হয়। গ্রেফতারকৃত সালমান মোহাম্মদের গ্রামের বাড়ি কুমিল্লার বরুড়ার জীবনপুর এলাকায়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: