অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যসামগ্রী তৈরি : দুই কারখানাকে ৪ লক্ষ টাকা জরিমানা এবং কাঁচামাল ধ্বংস করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, (র্যাব) এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। পাশাপাশি খাবারে ভেজাল মুক্ত করন অভিযান ও অনুমতি বিহীন বিভিন্ন কোম্পানীতে মোবাইল কোর্ট পরিচালনা করে অপরাধীদের গ্রেফতার পূর্বক অর্থদন্ড আদায়ে র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
এরই ধারাবাহিকতায় র্যাব-৪ এর একটি চৌকস আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং এবং নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃ আনিছুর রহমান এর নেতৃত্বে দুইটি পৃথক ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২০/০৭/২০২০ তারিখ ১৩.০০ ঘটিকায় হতে ১৮.০০ ঘটিকা পর্যন্ত ঢাকা জেলার সাভার মডেল থানাধীন গেন্ডা এলাকায় অনিক ফুড প্রোডাক্ট এর মালিক ইমরান হোসেন (৫৫), জেলা- ঢাকাকে অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল, কেমিক্যালযুক্ত রং এবং ডালডা ব্যবহার করে সেমাই তৈরির দায়ে ৩,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং সাভার মডেল থানাধীন মগমা পাড়া এলাকায় অস্বাস্থ্যকর পরিবেশে পোড়া তেল ও কেমিক্যালযুক্ত রং ব্যবহার করে চানাচুর, বিস্কিট, নিমকি তৈরীর দায়ে রেবা রাণী সাহা ফুড প্রোডাক্ট এর তত্ত্বাবধায়ক দুলাল সাহা (৩৮), জেলা- ঢাকাকে ১,০০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। উভয় কারখানার অস্বাস্থ্যকর কাঁচামাল ধ্বংস করা হয়।



