শিরোনাম

South east bank ad

দিনাজপুরের বিরামপুরে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে র‍্যাব-১৩

 প্রকাশ: ২০ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ছোট একটা পুটলি! ১/২ কিলো পার করতে পারলেই পকেটে ডুকবে ১২-১৫ হাজার টাকা। এই লোভে পরেই, ইয়াবা ব্যবসাতে জড়িয়ে পরে ফেনীর ছাগলনাইয়ার যুবক মোঃ আব্দুল আলীম রনি। বাড়ি ফেনী হলেও শশুরবাড়ি অবস্থান করে ইয়াবা চালান পার করত সে। গত ১৯-০৭-২০ তারিখ রাতের বেলা র‍্যাব-১৩, নীলফামারী ক্যাম্প-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ইয়াবা বিক্রির সময় হাতেনাতে গ্রেপ্তার করে রনিকে। তল্লাশি করে তার হেফাজত থেকে ৬৭০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উল্লেখিত ব্যক্তিকে সংশ্লিষ্ট থানায় প্রেরণ করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 123
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: