শিরোনাম

South east bank ad

ময়ূর-২ এর সুকানি গ্রেফতার করেছে র‍্যাব-৮

 প্রকাশ: ১৫ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

বুড়িগঙ্গা নদীতে লঞ্চডুবিতে ৩৪ জনের মৃত্যুর ঘটনার মামলার অন্যতম আসামি ময়ূর-২ লঞ্চের সুকানি মো. নাসির মৃধাকে (৪০) গ্রেফতার করেছে বরিশাল র‍্যাব-৮ এর সদস্যরা। বুধবার (১৫ জুলাই) ভোরে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে তাকে গ্রেফতার করা হয়। দুপুর একটার দিকে নগরীর রূপাতলী র‍্যাব-৮ এর সদর দফতর থেকে সুকানি মো. নাসির মৃধাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করা হয়। গ্রেফতার নাসির মৃধা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভবানীপুর এলাকার মো. শাহজাহান মৃধার ছেলে ও ময়ূর-২ লঞ্চের সুকানি। দুর্ঘটনার সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লার জায়গায় সুকানি নাসির লঞ্চটি চালাচ্ছিলেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। বরিশাল র‍্যাব-৮ এর উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম জানান, লঞ্চ দুর্ঘটনার পর বরিশাল র‍্যাব-৮ এর একটি দল এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে। অন্যদিকে লঞ্চ দুর্ঘটনার পর থেকে সুকানি মো. নাসির মৃধা আত্মগোপনে চলে যান। ঘটনার পরপরই ঢাকার বিভিন্ন জায়গা ঘুরে তিনি বাগেরহাটে চলে যান। র‍্যাব-৮ এর দলটি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাসির মৃধার অবস্থান জানতে পেরে বুধবার ভোরে বাগেরহাট জেলার বন্দর এলাকায় অভিযান চালায়। এ সময় বন্দর এলাকায় অবস্থানরত এমভি রাজিব-২ কার্গো জাহাজ থেকে সুকানি মো. নাসির মৃধাকে গ্রেফতার করা হয়। উপ-অধিনায়ক মেজর জাহাঙ্গীর আলম আরও জানান, লঞ্চ দুর্ঘটনায় ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলা হয়েছে। ওই মামলার ৬ নম্বর আসামি সুকানি মো. নাসির মৃধা। তাকে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গত ২৯ জুন সকাল সাড়ে ৯টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ফরাশগঞ্জ ঘাটের কাছে ময়ূর-২ লঞ্চের ধাক্কায় মর্নিং বার্ড নামের ছোট একটি লঞ্চ ডুবে যায়। এতে ৩৪ জনের মৃত্যু হয়। পরদিন দক্ষিণ কেরানীগঞ্জ থানায় এ ঘটনায় মামলা হয়। এদিকে বুড়িগঙ্গার নৌ-দুর্ঘটনায় করা মামলায় ময়ূর-২ লঞ্চের সুপারভাইজার আবদুস সালামকে আদালতের অনুমতি নিয়ে জিজ্ঞাসাবাদ করে সদরঘাট নৌথানা পুলিশ। লঞ্চের সুপারভাইজার আবদুস সালাম পুলিশকে জানান, ঘটনার দিন (২৯ জুন) ময়ূর-২ লঞ্চটি সদরঘাটের উল্টো দিকের ডকইয়ার্ডে অলস বসেছিল। সকাল ৯টার দিকে লালকুঠি ঘাটে আসার সময় লঞ্চটির মাস্টার আবুল বাশার মোল্লা চালাননি। লঞ্চটি তখন চালাচ্ছিলেন সুকানি নাসির উদ্দিন। এ সময় মুন্সিগঞ্জ থেকে সদরঘাটের উদ্দেশে ছেড়ে আসা মর্নিং বার্ড লঞ্চটিকে ধাক্কা দিয়ে বুড়িগঙ্গায় ডুবিয়ে দেয় ময়ূর-২। এতে নারী-শিশুসহ ৩৪ জনের মৃত্যু হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: