শিরোনাম

South east bank ad

শ্যামলীতে ১১ হাজার ইয়াবাসহ ২ জনকে আটক করেছে র‌্যাব-২

 প্রকাশ: ১৩ জুলাই ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঢাকা: রাজধানীর শ্যামলীতে সিএনজি তল্লাশি করে ১১ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। এসময় একজন পালিয়ে যায়। শনিবার (১১ জুলাই) সকালে র‌্যাব-২ এর কোম্পানি কমান্ডার মেজর এইচএম পারভেজ আরেফিন এ তথ্য নিশ্চিত করেন। আটকৃতরা হলেন-মো. হৃদয় হোসেন ও মো. আনাস। আর পালিয়ে যাওয়া ব্যক্তি হলো মো. হেলাল উদ্দিন। মেজর এইচএম পারভেজ আরেফিন বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানা যায় যে ইয়াবার একটি বড় চালান কুমিল্লা হতে ঢাকার হেমায়েতপুরে আসছে। এই তথ্যের ভিত্তিতে গত শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত দেড়টায় রাজধানীর শ্যামলী স্কয়ার একটি চেকপোষ্ট বসানো হয়। এ সময়ে হঠাৎ তিন জন লোক দ্রুত সিএনজি থেকে নেমে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এরপরে আমরা তাদের দুই জনকে ধরতে সক্ষম হই। এক জন পালিয়ে যায়। তাদের কাছ থেকে দুটি ব্যাগে ১১ হাজার ইয়াবা জব্দ করা হয়। এর আনুমানিক বাজারমূল্য ৩৫ লাখ টাকা। আসামিদের জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি জানান, দীর্ঘদিন যাবৎ তারা এবং পলাতক মো. হেলাল উদ্দিন মাদকদ্রব্য বেচাকেনার সাথে জড়িত। আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে জানান মেজর আরেফিন।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: