গাজীপুরে শিশু অপহরণের ঘটনায় ২জনকে গ্রেফতার করেছে র্যাব-১
গাজীপুরে ভাড়াটিয়া সেজে শিশু অপহরণ চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেফতার করেছে র্যাব-১। গ্রেফতারকৃতরা হল- মো: আমির হোসেন সাগর (৩৯) ও মো: আজম শেখ (৩০)।
র্যাব জানায়, ধৃত আসামিদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় তারা একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় অপহরণ, অজ্ঞান করে লুটতরাজসহ নানাবিধ অপরাধমূলক কাজের সাথে জড়িত। এ বিষয়ে জিএমপি গাছা থানায় মামলা দায়ের করা হয়েছে।