শিরোনাম

South east bank ad

র‌্যাব-৫ এর অভিযানে বিপুল পরিমান গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার

 প্রকাশ: ২৭ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল কর্তৃক অদ্য আজ শনিবার নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় এলাকায় অপারেশন পরিচালনা করে। উক্ত অভিযানে, ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন। মাদক ব্যবসায়ীরা হলেন লালমনিরহাট জেলা পাটগ্রাম থানার জমগ্রাম বাউরা বাজার এলাকার মৃত আমের আলীর ছেলে মোঃ শামছুল হক (৫৩) এবং কুমিল্লা জেলা মহোরগঞ্জ থানার আটিয়াবাড়ি দাদঘর গ্রামের মোঃ রফিকুল ইসলাম এর ছেলে মোঃ আলমগীর (৩০)। তাহারা স্বীকার করে যে, তাহারা পরস্পর যোগসাজোসে দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন জায়গা হইতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করিয়া বিক্রয় করিয়া আসিতেছে। র‌্যাব-৫ রাজশাহীর একটি অপারেশন দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নাটোর জেলার সদর থানাধীন মাদ্রাসার মোড় জনসেবা হাসপাতালের সামনে বগুড়া হইতে নাটোর গামী পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট পরিচালনা করে আনুমানিক দুপুর ০২.০০ ঘটিকার দিকে একটি বাঁশ বোঝাই লরি তল্লাশি করে ১৬.৫ কেজি গাঁজা উদ্ধার করেন। ঐ সময় তাদের নিকট থেকে ০৪ টি মোবাইল ফোন, ০৫ টি সীমকার্ড ০৩ টি মেমোরীকার্ড, ০১ টি লরী, লরীতে থাকা ৭৩০ পিস বাঁশ, ০১ টি ড্রাইভিং লাইসেন্স, ০১ টি জাতীয় পরিচয়পত্র, গাড়ীর ০১ টি ফিটনেস সার্টিফিকেট, ০১ টি রেজিষ্ট্রেশন সার্টিফিকেট, ০১ টি ইন্সুরেন্স সার্টিফিকেট ও নগদ ২০০০/- টাকা উদ্ধার করা হয়। ধৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: