নিউ মার্কেটে ৩৭৫০ ইয়াবাসহ ৩জনকে আটক করেছে র্যাব-২
রাজধানীর নিউ মার্কেট থানা এলাকা থেকে তিন হাজার ৭৫০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপভ্যানটি জব্দ করা হয়েছে।
র্যাব-২ এর সিনিয়র সহকারী পরিচালক সিনিয়র এএসপি মো. জাহিদ আহসান বলেন, গোপন সংবাদে জানা যায়, কুমিল্লা থেকে কয়েকজন মাদক ব্যবসায়ী পিকআপে মাদক নিয়ে মিরপুর রোড হয়ে নিউ মার্কেট এলাকায় আসছে।
এমন খবরে র্যাব-২ এর একটি দল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৬টায় নিউ মার্কেট থানাধীন মিরপুর রোডের বলাকা শপিং কমপ্লেক্সের সামনে অবস্থান নেয়। পিকআপটি আসামাত্র সংকেত দিলে র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে।
এ সময় শাহিন আলম (২৩) ও মো. শাহিন (২৫) নামে দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। পরে তাদের দেয়া তথ্যের ভিত্তিতে পিকআপভ্যানে অভিনব পন্থায় লুকিয়ে রাখা তিন হাজার ৭৫০ পিস ইয়াবা জব্দ করা হয়।
জিজ্ঞাসাবাদে জানা যায়, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে কক্সবাজার, চট্টগ্রাম, টেকনাফ সীমান্ত এলাকা থেকে মালামাল পরিবহনের আড়ালে ঢাকায় ইয়াবা এনে সরবরাহ ও বিক্রি করে আসছিল। তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।