শিরোনাম

South east bank ad

নকল ও অনুমোদনহীন স্যানিটাইজার বিক্রি : নিউ মার্কেটের ৪ টি দোকানকে ২.৫ লক্ষ টাকা জরিমানা করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ১০ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

আনুমানিক ৫ লক্ষ টাকার নকল স্যানিটাইজার জব্দ ।

আইনের শাসন সমুন্নত রেখে দেশের সকল নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করণের লক্ষ্যে অপরাধ চিহ্নিতকরণ, প্রতিরোধ, শান্তি ও জনশৃংখলা রক্ষা ছাড়াও খাদ্যদ্রব্য, ঔষধসহ ভেজালমুক্ত রাখতে র‌্যাব ফোর্সেস নিরলস ভাবে কাজ করে আসছে। এরই ধারাবাহিকতায় কোভিড-১৯ মহামারি পরিস্থিতিতে কিছু অসাধু ব্যবসায়ী নকল স্যানিটাইজার, লিকুইড এন্টিসেপটিক বাজারজাত করে বিক্রি করছে এরুপ গোপন সংবাদের ভিত্তিতে আজ দুপুরে র‌্যাব-৪ এর একটি আভিযানিক দল নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আনিসুর রহমান এবং সহকারী পুলিশ সুপার রিফাত বাশার তালুকদার এর নেতৃত্বে ঢাকা মহানগীর নিউমার্কেট থানাধীন নিউ সুপার মার্কেটের মেসার্স জননী হার্ডওয়ার স্টোর , খায়ের হার্ডওয়ার স্টোর, কুমিল্লা হার্ডওয়ার স্টোর ও হক এন্ড ব্রাদার্স এই ৪টি দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালিত হয়। র‌্যাব-৪ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজ্ঞ আদালত পরিচালনাকালে মেসার্স জননী হার্ডওয়ার স্টোর এর মালিক মোঃ আকতার হোসেন (৩৫) কে ACI কোম্পানীর Savlon পণ্যের স্বরূপ মোড়কজাত করে Salvon, Savron নামের পন্য বিক্রি করায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ (বি) ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।

IMG-20200610-WA0005

খায়ের হার্ডওয়ার স্টোর এর মালিক মোঃ আবুল খায়ের (৫০) কে ACI কোম্পানীর Savlon পণ্যের স্বরূপ মোড়কজাত করে Salvon, Savron নামের পন্য বিক্রি করায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ (বি) ধারা মোতাবেক ১,০০,০০০/- (একলক্ষ) টাকা জরিমানা করেন।

IMG-20200610-WA0006

কুমিল্লা হার্ডওয়ার স্টোর এর মালিক মোঃ আবুল কালাম (৬২) কে ACI কোম্পানীর Savlon পণ্যের স্বরূপ মোড়কজাত করে Salvon, Savron নামের পন্য বিক্রি করায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ (বি) ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।

IMG-20200610-WA0008

হক এন্ড ব্রাদার্স এর মালিক মোঃ মোশারফ হোসেন (২৭) কে ACI কোম্পানীর Savlon পণ্যের স্বরূপ মোড়কজাত করে Salvon, Savron নামের পন্য বিক্রি করায় ১৯৪০ সালের ঔষধ আইনের ১৮ (বি) ধারা মোতাবেক ৫০,০০০ (পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করেন।

IMG-20200610-WA0007

এছাড়াও উপরোক্ত ০৪ টি দোকান হতে আনুমানিক পাচ লাখ টাকার সমপরিমান Salvon, Savron নামের নকল পন্য জব্দ করা হয়।

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: