৪৮ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৩
র্যাব-১৩, রংপুর এর ব্যাটালিযন সদর ক্যাম্পের একটি চৌকস বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত সোমবার রাতে রংপুর জেলার কাউনিয়া থানাধীন মীরবাগ বাসষ্ট্যান্ড সংলগ্ন রংপুর টু কুড়িগ্রামগামী মহাসড়কে চেকপোস্ট মোতায়ন করে এবং ১ টি বালুর ট্রাক তল্লা্শী করে বিশেষ কায়দায় বালুর মধ্যে লুকানো অবস্থায় ৪৮ কেজি গাঁজা সহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে। মোঃ বকুল শেখ (৪০) ও মোঃ শহিদুল ইসলাম (২৭) জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ তারা মাদক ব্যবসার সাথে সম্পৃক্ত রয়েছে এবং রংপুর বিভাগের বিভিন্ন এলাকা হতে মাদকদ্রব্য (গাঁজা) সংগ্রহ করে সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে থাকে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের গ্রেফতারের প্রক্রিয়া চলমান রয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছে র্যাব-১৩।

