শিরোনাম

South east bank ad

বাসে তুলে জোরপূর্বক কিশোরী ধর্ষণ: ১ ধর্ষককে আটক করেছে র‍্যাব-৭

 প্রকাশ: ০৯ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

বায়েজিদে বাসে তুলে জোরপূর্বক কিশোরী ধর্ষণের অপরাধে ১ ধর্ষককে আটক করেছে র‍্যাব-৭। বায়েজিদ থানায় মামলা দায়ের করাা হয় গত ০৮ জুন ২০২০  তারিখে এক কিশোরী ভিকটিম (১৫) র‌্যাব-৭ এ লিখিত অভিযোগে জানায় যে, গত ০৭ জুন ২০২০ খ্রিঃ তারিখ সকাল ০৮০০ ঘটিকায় একটি বেভারেজ কোম্পানিতে প্রতিদিনের মতো কাজে যোগদানের জন্য অক্সিজেন মোড় বাসস্ট্যান্ডে অপেক্ষমান ছিল। উক্ত সময়ে প্রচণ্ড বৃষ্টি থাকায় একটি বন্ধ দোকানের সামনে ভিকটিম ও তার সহকর্মীসহ আশ্রয় নেয়। এ সময় অক্সিজেন মোড়ের ০১ জন ব্যক্তি মেয়েটিকে জোরপূর্বক থেমে থাকা বাসে তুলে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে। এ সময় ধর্ষকের কয়েকজন সহযোগী ভিকটিমের সাথে থাকা সহকর্মীকে মারধর করে মোবাইল ফোন ও টাকাপয়সা ছিনিয়ে নেয়। ধর্ষণ শেষে আসামী ভিকটিম মেয়েটিকে ভয় দেখিয়ে বলে এ কথা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে। মেয়েটি ভয়ে ঘটনার দিন থানায় অভিযোগ করেনি। পরের দিন (০৮ জুন ২০২০ খ্রিঃ) ভিকটিম তার অভিভাবকসহ র‌্যাব-৭ এ এসে ধর্ষণের বিষয়ে একটি লিখিত অভিযোগ করে। মেয়েটির অভিযোগের প্রেক্ষিতে র‌্যাব-৭, চট্টগ্রাম ঘটনাস্থলসহ আশপাশের এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করে ধর্ষককে শনাক্ত করতে সক্ষম হয়। এরই ধারাবাহিকতায়, আজ ০৯ জুন ২০২০ খ্রিঃ রোজ মঙ্গলবার বেলা ১১:৩০ ঘটিকায় র‌্যাব-৭ এর একটি আভিযানিক দল চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানাধীন শহিদনগর এলাকায় অভিযান চালিয়ে ধর্ষক মোঃ ইসমাইল (৩২), কে আটক করে। পরবর্তীতে ভিকটিম ও ঘটনার দিন ভিকটিমের সাথে থাকা সহকর্মী ধর্ষককে চিহ্নিত করতে সক্ষম হয়। র‍্যাব ৭ এর ব্যাপক জিজ্ঞাবাসাদে আসামী মোঃ ইসমাইল (৩২) ভিকটমকে ধর্ষণের কথা স্বীকার করে। এখানে আরো উল্লেখ্য যে, আসামী মোঃ ইসমাইল (৩২) এর বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানায় ০২ টি মাদক মামলা রয়েছে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: