৯৪ বোতল বিদেশী মদ ভর্তি প্রাইভেট কারসহ একজনকে আটক করেছে র্যাব-৪
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।
আজ দুপুরে গোপন সংবাদের প্রেক্ষিতে র্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে রাজধানীর বনানী এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে বিভিন্ন কোম্পানীর ৯৪ বোতল বিদেশী মদ ভর্তি প্রাইভেট কারসহ মাদক কারবারি মোঃ ইমাম হোসেন @ মারুফ (৩০)নামে একজনকে গ্রেফতার করা হয় ।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামী দীর্ঘদিন যাবৎ রাজধানীর বনানী, গুলশান এবং বাড়িধারা এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তার নামে ঢাকা মহানগরীর বিভিন্ন থানায় অসংখ্য মাদক মামলা রয়েছে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।
