শিরোনাম

South east bank ad

৫৯০ বোতল ফেনসিডিল ও ১ কেজি গাজাসহ ২ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০৬ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলের পাশা পাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় আজ ভোরে গোপন সংবাদের প্রেক্ষিতে র‌্যাব-৪ এর একটি চৌকষ আভিযানিক দল উপ-অধিনায়ক মেজর মোঃ রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ সাজেদুল ইসলাম সজল এর নেতৃত্বে রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে ৫৯০ বোতল ফেন্সিডিল এবং ০১ কেজি গাঁজাসহ মাদক বহনের কাজে ব্যবহৃত ট্রাকসহ কুখ্যাত মাদক কারবারি (১) মোঃ মিজান মিয়া (৪১) জেলা-ঢাকা এবং (২) মোঃ আশরাফুল আলম (২৬), জেলা- দিনাজপুর’দের গ্রেফতার করা হয় । 111 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীদের নামে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তবর্তী এলাকা সমূহ হতে অবৈধ মাদক দ্রব্য ফেন্সিডিল ও গাঁজা সংগ্রহ করে লোক চক্ষুর অন্তরালে বিশেষ কৌশলে চাল, পাথর ও সবজিরভর্তি ট্রাকে বহন করে রাজধানীর মিরপুরসহ হেমায়েতপুর, সাভার ও বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। 3333 2222
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: