শিরোনাম

South east bank ad

পিরোজপুরে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব- ৮

 প্রকাশ: ০৫ জুন ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকা থেকে অপহৃত ব্যক্তিকে উদ্ধার করেছে র‌্যাব- ৮ । উদ্ধারকৃত মোঃ মহসিন ফরাজি(৩৫) বরগুনা জেলার পাথরঘাটা থানার কাঠালবাড়ী এলাকার সামসুল হক ফরাজীর ছেলে । র‌্যাব- ৮ সূত্রে জানাযায়, গত ০১ জুন ২০২০ তারিখ রাতে বাগেরহাট জেলার শরণখোলা থানাধীন মরণচর খাল এলাকায় ৭ ঝিনুক সংগ্রহকারী দলের উপর একটি ডাকাত দল আক্রমন করে অস্ত্রের মুখে তাদের চাপড়াখালী চরে নিয়ে যায়। পরে সেখান থেকে মোঃ মহসিন ফরাজিকে ডাকাত দলটি সাথে নিয়ে যায় এবং ট্রলারসহ বাকি ভিকটিমদেরকে বাড়ি ফিরে যাওয়ার জন্য ছেড়ে দেয়। পরে গতকাল বৃহস্পতিবার সকাল ৫ টার দিকে ডাকাতদলটি মহসিন ফরাজিকে মংলার বানীশান্তা এলাকায় ফেলে রেখে চলে যায়। পরে মহসিন ফরাজি উদ্বাস্ত অবস্থায় পিরোজপুরের বলেশ্বর ব্রীজ এলাকায় আসলে র‌্যাব-৮, বরিশালের একটি নিয়মিত টহল দল তাকে উদ্ধার করে। পরে তাকে তার মামা মোঃ জলিলের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় অভিযোগ দায়ের সহায়তা দেয়া হয়। এসময় র‌্যাব- ৮ বরিশালের পক্ষ থেকে তাকে পরিচর্যা পূর্বক ত্রাণ সহায়তা এবং আইনি পরামর্শ দেয়া হয়।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: