শিবচর থেকে ১৫৫০ ইয়াবাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৮
র্যাব-৮, বরিশাল এর একটি বিশেষ আভিযানিক দল গতকাল মাদারীপুর জেলার শিবচর থানা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে মাদারীপুর জেলার শিবচর থানাধীন কাঠালবাড়ী পদ্মা সেতুগামী রোড হইতে কাঠালবাড়ী ঘাট গামী রাস্তার উপর কিছু ব্যক্তি মাদক জাতীয় দ্রব্য ক্রয় বিক্রয় করছে। প্রাপ্ত সংবাদের ভিত্তিতে র্যাবের আভিযানিক দলটি গতকাল ঘটনাস্থলে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও করে তিন ব্যক্তিকে আটক করে। আটককৃতরা হল মোঃ খান জাহান আলী(২৫), মোঃ জনি(২৪), , মোঃ আব্দুল মালেক(২৮)। খাগড়াছড়ি ও কুমিল্লা থেকে মাদক বিক্রির জন্য তারা উক্ত এলাকায় আসে বলে প্রাথমিক জিজ্ঞাসাবেেদ স্বীকার করে। পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে ধৃত আসামীদের নিকট থেকে সর্বমোট ১,৫৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
র্যাব-৮, বরিশাল এর পক্ষ থেকে ধৃত আসামীদের বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।