শিরোনাম

South east bank ad

৭৪ কেজি গাঁজা ও ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ছয় মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ২৩ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাজধানীর দারুস সালাম এলাকা হতে পৃথক অভিযানে ৭৪ কেজি গাঁজা ও ১৫৫ বোতল ফেন্সিডিলসহ ০৬ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ০২ পিক -আপ ভ্যান জব্দ। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। এরই ধারাবাহিকতায় র‌্যাব-৪ এর চৌকশ আভিযানিক দল আজ রাজধানীর দারুস সালাম থানাধীন টেকনিক্যাল মোড়স্থ পূর্বাচল গ্যাস ফিলিং স্টেশনের সামনে অভিযান পরিচালনা করে ১৫৫ বোতল ফেন্সিডিল ভর্তি পিকআপ ভ্যানসহ মাদক কারবারি মোঃ সাইফুল ইসলাম সুজন (২১), ও মোঃ মিজানুর রহমান (২০) কে গ্রেফতার করা হয়। অপর একটি অভিযানে আজ রাজধানীর দারুস সালাম থানাধীন কল্যানপুর দারুস সালাম টাওয়ারের সামনে অভিযান পরিচালনা করে ৭৪ কেজি গাঁজা ভর্তি পিকআপ ভ্যানসহ মাদক কারবারি মোঃ মহসিন (৩৪), মোঃ আল-আমিন (২৭), মোঃ মেসবাহ উদ্দিন , মোঃ আলাউদ্দিন (২১), কে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীগণ পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ দেশের সীমান্তাবর্তী এলাকাসমূহ থেকে অবৈধ মাদকদ্রব্য গাঁজা, ফেন্সিডিল সংগ্রহ করে পিকআপ ভ্যানের মাধ্যমে বিশেষ কায়দায় লুকিয়ে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকার মাদক ডিলারদের নিকট সরবরাহ করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

 IMG-20200523-WA0027 IMG-20200523-WA0028

  IMG-20200523-WA0030 IMG-20200523-WA0026

BBS cable ad

র‍্যাব এর আরও খবর: