র্যাব-৪-এর অধিনায়ক অতিঃ ডিআইজি মোজাম্মেল হক করোনায় আক্রান্ত হয়েও অনাথ শিশুদের ভুলেন নাই
র্যাব-৪ এর অধিনায়ক অতিঃ ডিআইজি মোজাম্মেল হক নিজে করোনা ভাইরাসে আক্রান্ত হয়েও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু এবং পাশের গ্রামের দুঃস্থ মানুষদের জন্য ঈদের উপহার সামগ্রী পাঠাতে ভুললেন না। আজ বিকেলে তাঁর পক্ষে শিশু এবং দুঃস্থ মানুষদের মাঝে ঈদের উপহার হিসাবে একশত বস্তা খাদ্য সামগ্রী বিতরণ করলেন র্যাব-৪ এর সিপিসি-২ কোম্পানী কমান্ডার ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহম্মেদ এবং স্কোয়াড কমান্ডার সিনিয়ার এএসপি উনু মং। এই বিষয়ে র্যাব-৪ অধিনায়ক অ্যাডিশনাল ডিআইজি মোঃ মোজাম্মেল হক টেলিফোনে বলেন,“ গত দুই মাস পনের দিন প্রতিনিয়ত মাঠে ময়দানে,রাস্তাঘাটে সরেজমিনে উপস্থিত থেকে করোনা প্রতিরোধে গণসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি অসহায় মানুষের পাশে ত্রাণসামগ্রী নিয়ে দাঁড়িয়েছিলাম।’’ “আজকেও বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার শিশু এবং পাশের গ্রামগুলোর দুঃস্থ মানুষদের মাঝে ঈদের উপহার দেয়ার জন্য আমার নিজের উপস্থিত থাকার কথা ছিল। কিন্তু গত বুধবার রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে আমি করোনার পরীক্ষার নমুনা দিয়েছিলাম। বৃহস্পতিবার গভীর রাতে পরীক্ষার রিপোর্টে আমার করোনা পজিটিভ আসে।তাই আমি নিজে ঈদ উপহার বিতরণের জন্য যেতে না পেরে আমাদের দুইজন অফিসারসহ টিম পাঠিয়েছিলাম” তিনি এই প্রতিবেদকের এক প্রশ্নের উত্তরে বলেন “ সম্পূর্ণ সুস্থ্য হয়ে আমি আবার দ্রুতই করোনা যুদ্ধে ফ্রন্টলাইন ফাইটার হিসেবে জনগনের পাশে থেকে কাজ করতে চাই।” দুঃস্থদের সাহায্যে তিনি সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন,” র্যাব-৪ তাঁর সাধ্যমত মানবিক সাহায্য প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে বলেও তিনি জানিয়েছেন। এর আগে ২৬ শে এপিল ফেসবুকের পোস্ট থেকে জেনে বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার হেফজ বিভাগের সব শিশু এবং তাদের পরিবারের জন্য উপহার হিসাবে খাধ্য সামগ্রী পাঠিয়েছিলেন। তাঁর পক্ষে র্যা ব-৪ সহকারী উপ-পরিচালক জাহাঙ্গীর আলম উপহার সামগ্রী মাদ্রাসায় এসে শিশুদের দিয়ে গিয়েছিলেন। উপহার সামগ্রী হস্তান্তরের সময় সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন পিন্টু, সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ,বাছট বৈলতলা মোকদমপাড়া হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার মোহতামিম হাফেজ ক্বারী আব্দুর রহমান,ক্যাশিয়ার তোফাজ্জ্বল হোসেন মেম্বার, সহ-সভাপতি শামসুর রহমান পিন্টু এবং বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সভাপতি আব্দুর রহমান বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।



