শ্রমিক-অস্বচ্ছল-অভাবগ্রস্থদের মাঝে এবং এতিমখানায় খাদ্য সামগ্রী পৌঁছে দিচ্ছে র্যাব-৪
র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকেই সমাজের বিভিন্ন অপরাধের রহস্য উদ্ঘাটন, অপহৃত ভিকটিম উদ্ধার ও অপহরণকারীদের গ্রেফতার, আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণসহ সমাজের বিভিন্ন স্তরের সুবিধা বঞ্চিত ও দুঃস্থ মানুষের ভাগ্য উন্নয়নে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, প্রাকৃতিক দূর্যোগসহ যেকোন পরিস্থিতে র্যাব-৪ সাধারণ মানুষের দুঃখ-কষ্টে পাশে থেকে কাজ করে আসছে।
বর্তমান সময়ে মহামারিরূপ ধারণকারী চলমান করোনা ভাইরাস (ঈঙঠওউ-১৯) বিস্তার প্রতিরোধে নিরাপত্তা ও সচেতনতা বৃদ্ধি, সামাজিক দূরত্ব বজায় নিশ্চিত করন, করোনা ভাইরাস প্রতিরোধে করনীয় সম্পর্কে প্রচারনা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার নিমিত্তে রোবাস্ট পেট্রোলিং পরিচালনার পাশাপাশি মানবিক সহযোগীতার হাত বাড়িয়েছেন র্যাব-৪ অধিনায়ক অতিরিক্ত ডিআইজি, জনাব মোঃ মোজাম্মেল হক, বিপিএম (বার), পিপিএম সহ র্যাব-৪ এর সকল সদস্যবৃন্দ। এরই ধারাবাহিকতায় পবিত্র ঈদুল ফিতরের পূর্বে র্যাব-৪ এর পক্ষ থেকে উপ-অধিনায়ক মেজর জনাব মোঃ রকিবুল হাসান ২২/০৫/২০২০ খ্রিঃ তারিখ ১৫০০ ঘটিকায় রাজধানীর মিরপুর, পাইকপাড়াস্থ র্যাব-৪ ব্যাটালিয়নের সামনে ৩০০ জন শ্রমিক, অস্বচ্ছল, অভাবগ্রস্থদের রাস্তার উপর ৬ ফুট অন্তর অন্তর দাঁড় করিয়ে সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতঃ তাদের মাঝে সেমাই, চিনি, চাউলসহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করেন।
অপরদিকে র্যাব-৪ এর পক্ষ থেকে সিপিসি-২, নবীনগর, সাভার ক্যাম্প কমান্ডার ২২/০৫/২০ খ্রিঃ তারিখ ১৬.০০ ঘটিকায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় ১০০ জন শিক্ষার্থীদের জন্য পবিত্র ঈদুল ফিতরের খাদ্য সামগ্রী হস্থান্তর করেন। এ বিষয়ে র্যাব-৪ অধিনায়ক জানান তিনি ফেইজবুকের মাধ্যমে উক্ত মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীরা পান্তা ভাত খেয়েই সাহ্রি করছিল মর্মে অবগত হয়ে শিক্ষার্থীদের জন্য উপহার হিসেবে উক্ত খাদ্য সামগ্রী প্রেরণ করেন। র্যাব-৪ অধিনায়ক দ্স্থুদের সাহায্যে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহŸান জানিয়ে তিনি আরও বলেন র্যাব তার সাধ্য মতো মানবিক সাহায্য প্রদান করে আসছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এটি অব্যাহত থাকবে।
এছাড়া মোবাইলে ম্যাসেজের মাধ্যমে যারা খাদ্য সামগ্রীর জন্য অনুরোধ করেছেন পবিত্র ঈদুল ফিতরের পূর্বেই আজ বা কালের মধ্যে তাদের নিকট খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে বলে জানিয়েছে র্যাব-৪।





