অর্ধডজন মামলার আসামীকে ইয়াবাসহ আটক করেছে র্যাব-৮
র্যাব-৮ মাদারীপুর ক্যাম্প কর্তৃক মাদারীপুর সদর হতে অর্ধডজন মাদক মামলার আসামী ইয়াবাসহ আটক করা হয়েছে।
র্যাবের মাদারীপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ১৮ মে মাদারীপুর জেলার সদর থানাধীন মোস্তফাপুর গ্রাম এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় আকলেচ বেপারী (৩২) নামে এক চিহ্নিত মাদকব্যবসায়ীকে ২৫পিচ ইয়াবা সহ আটক করে। আটককৃত আকলেচ এর বাবার নাম মহব্বত বেপারী।