শিরোনাম

South east bank ad

৬৯ কেজি গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার ও ব্যবহৃত ট্রাক জব্দ করেছে র‌্যাব-১৩

 প্রকাশ: ২০ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ঘটনার বিবরণে প্রকাশ থাকে যে, র‌্যাব-১৩ রংপুর এর ব্যাটালিয়নের সদরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রংপুর জেলা পীরগঞ্জ থানাধীন ফতেপুর লালদীঘি বাজারস্থ রংপুর টু ঢাকাগামী মহাসড়কের পূর্ব পার্শ্বে লালদিঘী বাজার জামে মসজিদ সংলগ্ন পাকা রাস্তায় সন্দেহভাজন ০১টি ট্রাক তল্লাশী করে। তল্লাশী চলাকালে আটককৃত ট্রাকে বিশেষ কায়দায় চেচিসের উপরে বডির নীচে লুকানো অবস্থায় ৬৯ কেজি গাঁজা সহ ২ মাদক ব্যবসায়ী মোঃ নাজমুল ইসলাম রবিউল (১৮) এবং মোঃ হামিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, লালমনিরহাট থেকে বোঝাই হওয়া গাঁজা ঢাকাতে সরবারহ করার কথা ছিল। এছাড়াও তারা ট্রাকে পাথর পরিবহনের নামে দেশের বিভিন্ন স্থানে মাদকের চালান পৌঁছে দেওয়া এবং দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে তাদের সম্পৃক্ততার কথা স্বীকার করে। তাদের সাথে জড়িত অন্যান্য মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। আটককৃত মাদক ব্যবসায়ীদ্বয়ের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। 97495498_2706836689550046_2790349241854197760_o 11
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: