ভৈরবে অনুমতিবিহীন মোড়কজাত করায় জরিমানা করেছে র্যাব-১৪
কিশোরগঞ্জের ভৈরবে মেসার্স সিদ্দিকুর রহমান কারখানাকে পণ্য সামগ্রীতে অনুমতিবিহীন মোড়কজাত করার অপরাধে ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (১৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা।
এসময় উপস্থিত ছিলেন র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়েরসহ র্যাবের সদস্যরা।
র্যাব-১৪ সিপিসি-৩ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৬ মে) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভৈরবের রানীবাজার এলাকায় মেসার্স সিদ্দিকুর রহমান নামীয় কারখানায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে র্যাব। এসময় কারখানার ভিতরে পণ্য সামগ্রীতে অনুমতিবিহীন মোড়কজাত করার প্রমাণ পাওয়া যায়। পরে কারখানার মালিক মো. সিদ্দিকুর রহমানকে (৫০) ১ লাখ ২০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট লুবনা ফারজানা। এছাড়াও ৬০০ লিটার সয়াবিন তেল, ১০০০ কেজি ময়দা ও ১১২৫ কেজি লবন জব্দ করা হয়।
জনস্বার্থে এই ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।