শিরোনাম

South east bank ad

আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ ৩জনকে আটক করেছে র‌্যাব-১৪

 প্রকাশ: ১৬ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ৪৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গত শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি র‌্যাব-১৪ এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে। আটকরা হলেন— মাদারীপুর জেলার কালকিনি উপজেলার কাজীকান্দি এলাকার আব্দুল মান্নানের ছেলে তালেব (৫৪), মুন্সিগঞ্জ জেলার সদর উপজেলার ভুবনগড়া এলাকার আইয়ুব আলী বেপারীর ছেলে নাসির (৪০) ও হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলার দেউরগাছ এলাকার ইদ্রিস মিয়ার ছেলে শফিউল আলম (২২)। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভৈরব ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অ্যাডিশনাল এসপি রফিউদ্দীন মোহাম্মদ যোবায়ের নেতৃত্বে স্কোয়াড কমান্ডার চন্দন দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ সকাল সাড়ে ৯টার দিকে এক অভিযান চালান। গোপন সংবাদের ভিত্তিতে আশুগঞ্জ উপজেলার গোলচত্বর এলাকার সিলেট-ঢাকা মহাসড়কে এই অভিযান চালানো হয়। এসময়, প্রথমে ট্রাক তল্লাশি করে ৩৩ কেজি গাঁজাসহ তালেব ও মো. নাসিরকে আটক করা হয়। পরে মাইক্রোবাস তল্লাশি করে ১১ কেজি গাঁজাসহ শফিউল আলমকে আটক করা হয়। অভিযানে সর্বমোট ৪৪ কেজি গাঁজা জব্দ করা হয়। জব্দ করা গাঁজার বাজার মূল্য প্রায় ৫৫ লাখ ২০ হাজার টাকা। আটকদের বিরুদ্ধে আশুগঞ্জ থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। rab 15
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: