রাষ্ট্র ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে মিথ্যা ও মানহানিকর পোস্ট দেয়ায় একজনকে আটক করেছে র্যাব-১৩
স্যোশাল মিডিয়া ফেইসবুকে রাষ্ট্র ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গকে জড়িয়ে মিথ্যা ও মানহানিকর পোস্ট ও কুরুচিপূর্ণ ছবি(ফটোশপ করা) প্রচার করার অপরাধে লালমনিরহাট জেলার আদিতমারী উপজেলার ভেলাবাড়ি এলাকা থেকে আমিনুল ইসলাম রিপনকে গ্রেফতার করে সিপিএসসি, র্যাব-১৩'র একটি চৌকস আভিযানিক দল।
কেন তার এই অপপ্রচার? এই প্রশ্নের উত্তরে আমিনুল ইসলাম রিপন জানালেন, "উদ্দেশ্য তেমন কিছুই না, সরকার এই করোনা মহামারী লড়াইয়ে ব্যস্ত, দেখার তো কেউ নেই বোধ হয়, এই সুযোগে যদি সাধারণ মানুষের শান্তি নষ্ট করা যায়, আইন-শৃঙ্খলার অবনতি ঘটানো যায়, বিশ্বের বুকে গর্বিত বাঙ্গালির গর্ব যদি কিছুটা হলেও ক্ষুন্ন করা যায়, মন্দ কি তাতে!"আর এই মুহূর্তে ফেইসবুক ছাড়া একাজের জন্য মোক্ষম উপায় কি বা হতে পারে!
আসুন, দেশের আইনকে শ্রদ্ধা করি, মেনে চলি। স্বাধীন দেশের স্বাধীন নাগরিক আমরা। তাই বলে অপরের স্বাধীনতা ক্ষুন্ন করার স্বীকৃতি কোনো আইন স্বীকার করে না। স্যোশাল মিডিয়াতে যা তা প্রচার করা, না জেনে না বুঝে কোনো খবর শেয়ার করা, গুজব ছড়ানো থেকে বিরত থাকি। কোনো মানহানিকর ফেইসবুক পোস্ট, গুজব আপনার চোখে পড়লে সেই আইডি লিংক ও স্ক্রিনশট আমাদের পাঠান।
