শিরোনাম

South east bank ad

ভোলায় অস্ত্র-গুলি ও মাদকসহ শীর্ষ সন্ত্রাসী বাদশা শিকদারকে গ্রেফতার করেছে র‌্যাব-৮

 প্রকাশ: ০৯ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

র‌্যাব-৮, বরিশালের ভোলা ক্যাম্পের একটি আভিযানিক দল গতকাল শুক্রবার রাতে ভোলা সদর থানাধীন দক্ষিণ রাজাপুর এলাকায় অভিযান চালিয়ে বাদশা শিকদার ওরফে আবুল বাশার শিকদারকে সন্ত্রাস ও নাশকতা করার প্রাক্কালে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে একটি ওয়ান শুটারগান, একটি একনলা বন্দুক, ৪(চার) রাউন্ড গুলি ও মাদক উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত আসামীর নামে ভোলা সদর থানাসহ বিভিন্ন থানায় দুই ডজনেরও বেশি মামলা রয়েছে। গ্রেফতারকৃত আসামী একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ধর্ষণ, গণধর্ষণসহ প্রায় ২৫ টি মামলা রয়েছে এবং কয়েকটি মামলায় ওয়ারেন্ট রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী ঘটনার সত্যতা স্বীকার করে। উক্ত ঘটনায় র‌্যাব-৮ কর্তৃক গ্রেফতারকৃত আসামী বাদশা শিকদার এর বিরুদ্ধে ভোলা সদর থানায় অস্ত্র ও মাদক আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। ভবিষ্যতে র‌্যাব-৮ এর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: