শিরোনাম

South east bank ad

৩৫ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-৪

 প্রকাশ: ০৬ মে ২০২০, ১২:০০ পূর্বাহ্ন   |   র‍্যাব

রাজধানীর দারুস সালাম থানাধীন মিরপুর বেড়িবাঁধ ও গাবতলী এলাকা থেকে ৩৫ কেজি গাঁজা সহ প্রাইভেট কার ও মাহেন্দ্র আটক। দুই মাদক কারবরিকে গ্রেফতার করেছে র‌্যাব-৪। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে। 3 এরই ধারাবাহিকতায় পৃথক দু’টি অভিযানে র‌্যাব-৪ এর চৌকশ আভিযানিক দল গত রাতে দারুসসালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান পরিচালনা করে ৫ কেজি গাঁজা, ১টি প্রাইভেট কার ও ২ টি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ ফয়সাল আহমেদ শুভকে এবং আজ সকালে অপর একটি অভিযানে রাজধানীর দারুস সালাম থানাধীন বেঁড়িবাদ এলাকায় অভিযান পরিচালনা করে ৩০ কেজি গাঁজা, একটি মাহেন্দ্র পিকআপ ও একটি মোবাইলসহ মাদক ব্যবসায়ী মোঃ আলী হোসেনকে গ্রেফতার করা হয়। 6 প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামীরা দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন এলাকাসমূহ হতে গোপনে গাঁজা সংগ্রহ করে পিকআপ ভ্যান ও প্রাইভেটকারের মাধ্যমে বিশেষ কায়দায় লুকিয়ে রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক ডিলারদের নিকট বিক্রয় করে থাকে। উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন। rab 4 2 5
BBS cable ad

র‍্যাব এর আরও খবর: